সর্বশেষ সংবাদ :
শহিদ শেখ রাসেলের সমাধিতে কৃষি তথ্য সার্ভিসের শ্রদ্ধা নিবেদন সারের মজুত পর্যাপ্ত/ তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ- কৃষি সচিবের সারের হালনাগাদ তথ্য- মজুদ পর্যাপ্ত জাতীয় শোক দিবসের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি সৌধ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কৃষিতে বরিশালের মৃত গৌরব পুনর্জীবিত করা হবে ইনশাআল্লাহ- কৃষিমন্ত্রী ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতেই দাম বৃদ্ধি// সার নিয়ে উদ্বেগ প্রকাশ বিএনপির চরম নির্লজ্জতার প্রমাণ: কৃষিমন্ত্রী সারের দাম বৃদ্ধির ফলে উৎপাদনে প্রভাব পড়বে না// আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমানো হবে: কৃষিমন্ত্রী ইউরিয়া সারের দাম পুননির্ধারণ: প্রতিকেজি ৬ টাকা বাড়ান হয়েছে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ১১ কোটি টাকার বীজ, সার সহায়তা দিয়েছে সরকার খাদ্যের জন্য কোনক্রমেই বিদেশের উপর নির্ভরশীল থাকা যাবে না: কৃষিমন্ত্রী

বরিশালে এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বার্ষিক তদারক ও পর্যালেচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে নগরীর ব্রির হলরুমে এসএসিপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর পরিচালক ( প্রশিক্ষণ উইং) মো. তাওফিকুল আলম। সভাপতিত্ব করেন ডিএইর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।
পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, ডিএই ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সৈয়দ আবু সিয়াম জুনকারনাইন, ভোলার চরফ্যাশন উপজেলার কৃষক আক্তার মহাজন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো কৃষকের উৎপাদিত ফসল ঘরে তোলা যায় না। এমন ক্ষয়ক্ষতি কমানোর জন্য এ প্রকল্প আশার আলো জাগিয়েছে। এর মাধ্যমে প্রতিকূলসহনশীল এবং উচ্চ ফলনশীল ফসলের আবির্ভাব ঘটেছে। এ প্রকল্পে গবেষণা থেকে শুরু করে বাজারজাতকরণের সমন্বয় ঘটানো হয়েছে। এতে কৃষকের জীবনমানের উন্নয়ন হবে। দিনব্যাপী এ কর্মশালায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

আপনার মুল্যবান কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল সংরক্ষণ করুন এবং অন্যান্য তথ্য দিন

জনপ্রিয় পোস্ট

শহিদ শেখ রাসেলের সমাধিতে কৃষি তথ্য সার্ভিসের শ্রদ্ধা নিবেদন

বরিশালে এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

সময় : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

বরিশালে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বার্ষিক তদারক ও পর্যালেচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে নগরীর ব্রির হলরুমে এসএসিপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর পরিচালক ( প্রশিক্ষণ উইং) মো. তাওফিকুল আলম। সভাপতিত্ব করেন ডিএইর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।
পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, ডিএই ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সৈয়দ আবু সিয়াম জুনকারনাইন, ভোলার চরফ্যাশন উপজেলার কৃষক আক্তার মহাজন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো কৃষকের উৎপাদিত ফসল ঘরে তোলা যায় না। এমন ক্ষয়ক্ষতি কমানোর জন্য এ প্রকল্প আশার আলো জাগিয়েছে। এর মাধ্যমে প্রতিকূলসহনশীল এবং উচ্চ ফলনশীল ফসলের আবির্ভাব ঘটেছে। এ প্রকল্পে গবেষণা থেকে শুরু করে বাজারজাতকরণের সমন্বয় ঘটানো হয়েছে। এতে কৃষকের জীবনমানের উন্নয়ন হবে। দিনব্যাপী এ কর্মশালায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।