জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • রিপোটার
  • সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২১৮ জন দেখেছেন

ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের ১২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামারে ৩০ মে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক বলেন, কৃষি বান্ধব সরকারের সুষ্ঠু কৃষি নীতির ফলে আজ দেশের দক্ষিণাঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় যেখানে ফসল কমে যাওয়ার কথা, সেখানে কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদদের আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক কৃষি প্রযুক্তির কারণে দক্ষিণাঞ্চলে আজ কৃষিতে বিপ্লব ঘটছে। তিনি ক্লাইমেট- স্মার্ট প্রকল্পের গৃহীত প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের কৃষিতে আরও সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান ও নড়াইলের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ধীমান মজুমদার এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের ১২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এ প্রশিক্ষণের আয়োজন করে।

Tag :

আপনার মুল্যবান কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল সংরক্ষণ করুন এবং অন্যান্য তথ্য দিন

জনপ্রিয় পোস্ট
https://www.youtube.com/watch?v=wRt0Eo1voJ4

শহিদ শেখ রাসেলের সমাধিতে কৃষি তথ্য সার্ভিসের শ্রদ্ধা নিবেদন

জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের ১২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামারে ৩০ মে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক বলেন, কৃষি বান্ধব সরকারের সুষ্ঠু কৃষি নীতির ফলে আজ দেশের দক্ষিণাঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় যেখানে ফসল কমে যাওয়ার কথা, সেখানে কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদদের আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক কৃষি প্রযুক্তির কারণে দক্ষিণাঞ্চলে আজ কৃষিতে বিপ্লব ঘটছে। তিনি ক্লাইমেট- স্মার্ট প্রকল্পের গৃহীত প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের কৃষিতে আরও সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান ও নড়াইলের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ধীমান মজুমদার এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের ১২০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এ প্রশিক্ষণের আয়োজন করে।