স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি সৌধ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর পক্ষ থেকে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে নেতৃবৃন্দ পুস্পস্তক অপর্ণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরি, আলহাজ্ব আব্দুর রাশেদ খান, সিনিয়র সহ সভাপতি ফিরোজ আক্তার, সহ সভাপতি, মান্নান মোল্লা, ভারপ্রাপ্ত মহাসচিব ও বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে। বিজয়ের এই ক্ষণে ‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে স্বাধীনতার এ মহানায়ককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত সর্বসাধারণ। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ মাজারের পাশে নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
জাতীয় শোক দিবসের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি সৌধ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন
- রিপোটার
- সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- ৩১৬১ জন দেখেছেন